Xiaomi এর সাথে আমার পথচলা শুরু হয় বাংলাদেশে Xiaomi Redmi S2 Release হওয়ার পর। ২০১৮ সালের জুলাই মাসে আমি আমার জীবনের প্রথম স্মার্টফোন Xiaomi Redmi S2 ফোনটি ক্রয় করি। এই ফোনটি ক্রয় করতে পেরে আমি অনেক খুশি হয়েছিলাম। এই ফোনটির দুর্দান্ত ফিচার সেই সাথে ফোনটির দুর্দান্ত UI ( MIUI ) আমার কাছে বেশ ভালো লেগেছিল। তারপর থেকে আমি Xiaomi এর প্রেমে পড়ে যায়। প্রায় ৪ বছর ধরে আমি এই ফোনটি ব্যবহার করছি। ফোনটি কেনার পর যেমন পারফরম্যান্স ছিল এখনো তেমন পারফরম্যান্স পাচ্ছি। একজন Xiaomi User হওয়ার কারণে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি সবসময় আমার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের Xiaomi Suggest করি। বাজেট অনুযায়ী একজন গ্রাহককে দুর্দান্ত ফিচার দিয়ে মন জয় করতে পারে Xiaomi. ফলস্বরূপ Xiaomi এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। ২০১৮ সালের ১৭ ই জুলাই আনুষ্ঠানিকভাবে Xiaomi বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। এখন বিশ্ব গুণমান ধরে রেখে বাংলাদেশেই তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির Xiaomi স্মার্টফোন। জীবনের অনেকটা সময় শাওমির সাথে কাটিয়েছি এবং ভবিষ্যতেও কাটাতে চাই। ধন্যবাদ Xiaomi কে বাজেটের মধ্যে সেরাটুকু আমাদেরকে দেওয়ার জন্য। আমি আশা করি খুব শিগগিরই Xiaomi বাংলাদেশের No. 1 স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হবে। Go Ahead Xiaomi Bangladesh ♥️. ![]() |
In order to fulfill the basic functions of our service, the user hereby agrees to allow Xiaomi to collect, process and use personal information which shall include but not be limited to written threads, pictures, comments, replies in the Xiaomi Community, and relevant data types listed in Xiaomi's Private Policy. By selecting "Agree", you agree to Xiaomi's Private Policy and Content Policy .
Agree