![]() আসসালামু আলাইকুম, হ্যালো শাওমি ভক্তগণ, মি কমিউনিটি বাংলাদেশ ডিভাইস টিম এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে অনেক ব্যবহারকারী মোবাইল ডেটা বা ওয়াইফাই ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আজ আমি আলোচনা করব এর সমাধান নিয়ে। আপনার ডিভাইসটি যদি মোবাইল ডেটা বা ওয়াই-ফাই ব্যবহারে ধীরগতি ইন্টারনেটের মুখোমুখি হয় বা যদি আপনার ওয়াই-ফাই বা মোবাইল ডেটা স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয় তবে আপনি এটিকে সহজেই ঠিক করতে পারেন, আসুন শুরু করা যাক।
![]()
![]() অভিনন্দন! আপনি সফলভাবে নেটওয়ার্ক রিসেট করেছেন। নোট:
প্রতিনিয়ত বিভিন্নভাবে সহযোগিতা ও অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই mnnahid ভাই (এডমিন) ও rayhanh (সুপার মডারেটর) ভাইকে। ✪ মি কমিউনিটি বাংলাদেশ কী? শাওমির অফিসিয়াল ফোরাম মি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে মি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা মি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন। |
Rate
-
Number of participants 2 Experience +21 Pack Reason