![]() ভাল লাগার গল্পের শুরুতেই যদি এমন কিছু বলি হয়তো আপনার মন ভীষন খারাপ থাকলেও একটু মুচকি হেসে নিবেন। আবার হয়তো যারা অনেক বসন্ত পার করেও বসন্তের ফুলের স্পর্শ পাননি তারা হয়তো আমাকে মারতে আসবেন আর বলবেন “ আমি একটাই পাইলাম না আর আপনি মিয়া দুইটা খুজেন” । জী পাঠক আপনারা ঠিক ধরেছেন। শাওমির ইকো সিস্টেমের মাঝে যদি এমন একটা প্রডাক্ট থাকত যার নাম “Mi Wife” তাহলে আমি ২য় সুযোগটা হাত ছাড়া করতাম না। কারন প্রথমে তো একজন আছেই। পরিচয় ও পরিণয়সূত্র ২০১৬ তে বড় এক ভাইয়ের মাধ্যমে অভিষেক ঘটে শাওমির সাথে। পরিচয়ের আলাপকালে বুঝলাম হাত ধরে চলা যায় তার সাথে। এরপর চলতে থাকে দুজনের আলাপচারিতা। আমি বলি সে শুনে, সে বলে আমি শুনি এভাবেই পরিচয় থেকে পরিণয়ের সৃষ্টি। অবশেষে ঘরে তুলে আনলাম তাকে। বিশ্বাস হচ্ছে না তাই তো। এই যে আমাদের কাবিননামা। দেখে নিন উপরে বর আর মাঝে কনের নাম। ![]() কেন ভালোবাসি শাওমি কে? পাঠক, আপনার মত আমারও একটা ইচ্ছে বা স্বপ্ন যে আমার সংসারে সুখের বন্যা বইবে। স্বাভাবিক জীবনে চলতে যা প্রয়োজন তা হলেই চলবে। আর কি চাই। ঠিক তেমনটা পেয়েছি আমি শাওমির কাছে। কি খুব হিংসে হচ্ছে তাই না আমাদের সুখি পরিবারের গল্প শুনে। জানি আপনার খুব ইচ্ছে করছে জানতে কি এমন পেলাম আমি শাওমিকে ভালোবেসে। আসুন যেনে নেই শাওমির সাথে কিভাবে আমার প্রতিদিনের সুখ বা প্রয়োজন মেটাই। কর্মতৎপর শাওমি (Super Fast Processor) আমাদের ৩২ জিবি ঘরের সমস্ত কাজ সে একাই করে। না সে একা না, মাঝে মাঝে একা করে আর সব সময় আমি তাকে আদেশ দেই এটা কর ওটা কর। অনেক কিউট তাই না। হরিণী শাওমি (LightSpeed RAM) আমার শাওমি হরিণীর গতিতে সকল কাজ করে। এই পাঠক জানা আছে তো নিশ্চয়ই হরিণীর গতিপথ সম্পর্কে। উদ্যমী শাওমি (Long Battery Life) সারাদিনের এত কাজ কি কি এমনি এমনি করে আপনি মনে করছেন। জী না পাঠক। শাওমির উদ্যমী শক্তিই তার গোপন রহস্য। সুশ্রী শাওমি (Full HD Display) গায়ে হলুদ, কনের সাজ, কোন পার্টির সাজ যে সাজেই আপনি শাওমিকে সাজানো হোক না কে চোখ ফেরানো যায় না। আমি তো ফেরাতে পারি না। আর পাঠক যদি আপনি ভূল করে চোখ ফিরিয়ে নেন তার মানে শাওমি দেখতে অসুন্দর নয়, বুঝতে হবে আপনি অনেক সময় ধরে দেখেছেন তো তাই এখন চোখের একটু বিশ্রাম দরকার। সৃজনশীলতায় শাওমি (Stunning Camera) নান্দনিকতার স্পর্শ যেন এখানেই, যখন শাওমির চোখ দিয়ে আমি বিশ্বকে দেখি। জানি পাঠিক আপনার খুব হিংসে হচ্ছে আর বিশ্বাস করতে পারছেন না। পুরো ইংলেন্ড কাপিয়ে পুরুষ্কার ছিনিয়ে এনেছে আমার নান্দনিক শাওমি। ![]() আরও যদি নান্দনিক পরিবেশে নিজেকে ডুবিয়ে দিতে চান তাহলে মি কমিউনিটি বাংলাদেশের ফটোগ্রাফি সেকশন এ ডুব দিয়ে আসুন। উপস্থিত দর্শন (Three Finger Screenshot in-build) হঠাৎ এসে চোখে ধুলা দয়ে চলে যাবেন আর ভাববেন কেউ কিচ্ছুই বুঝতে বা ধরতে পারবে না। পাঠক আগের দিন বাঘে খাইছে। আমার শাওমি নিজেই উপস্থিত কার্যক্রম কারো সাহায্য ছাড়াই স্ক্রিনশট দিতে পারে। বুদ্ধিমান শাওমি (Call Record in-build) মাঝে মাঝে নিজে খুব লজ্জায় পরে যাই। এই বুঝি গজনি মুভির মত শর্ট টাইম মেমরি লস এর মত হয়ে গেলাম নাকি। কিন্তু পাঠক আমার শাওমি সব কিছু রেকর্ডিং করে রাখে তাও অন্য কারো সাহায্য ছাড়া। এসএমসি ওরসেলাইন বিজ্ঞাপনের মত একটা ডায়লগ না দিয়ে পারছিনা। “ আহ শাওমি জীবনডা বাচাইলা, শিগগিরই রেকর্ডিং টা দেও”। হা হা হা। শুধু কল রেকর্ডিং নয়, ভিডিও রেকর্ডিং করতে সক্ষম কারো সাহায্য ছাড়া। দাপ্তরিক শাওমি (Scanner in-build) আর বইলেন না পাঠক মাঝে মাঝে তো আমার অফিসের কাজ লক্ষী শাওমিকে দিয়ে করাই। এই যেমন ধরুন কোন ফাইল স্কেন করে বসকে পাঠানো, বার কোড দিয়ে প্রডাক্ট যাচাই করা। তবে পাঠক গোপন কথা বলি, আমার শাওমিকে দেখে দেখে অনেকেই এখন দাপ্তরিক কাজ শিখছে। ![]() Scanner and Floating Screen - Xiaomi.jpg (182.26 KB, Downloads: 0) 2020-09-15 13:54:41 Upload বাচ্চা লালনে দক্ষ শাওমি (Floating Window in-build) আর বইলেন না পাঠক। বাচ্চাদের পেন পেনানি আর ঘেন ঘেনানিতে আমার তো হাপানি হবার মত অবস্থা। এমন সময় দেখি শাওমি খুব সহজে ফ্লোটিং উইন্ডোর মাধ্যমে নিজের হাতের কাছে রেখে সামলে নিচ্ছে। যাক একটা মহা উপকার তো হলো আমার। রিডিং মনা শাওমি (Reading Mode in-build) তীব্র আলো চোখের জন্য ক্ষতিকর আর তা যদি হয় কোন কিছু পড়ার সময় তাহলে তো মহা সমস্যা। আমার শাওমি চোখের কোন ক্ষতি ছাড়াই পড়াশোনা করার সু্যোগ করে দেয়। ![]() হিসাবি শাওমি (Data Monitor in-build) জী পাঠিক শুধু আমি উপার্জন করব আর সে খরচ করবে তার কোন হিসাব থাকবে না তা কি হয়। তাই তো সে ডাটা মনিটরে মাধ্যমে আমাকে জানিয়ে দেয় কখন কি কার কাছে কত খরচ হচ্ছে। কিউট না। খেলাধুলায় শাওমি (Game Turbo in-build) অনেক আগে একটা কথা শুনেছিলাম, “খেলাতো নয় যেন সব ধুলা করিতেছ”। ধুলার দিন শেষ। শাওমি গেম খেলার অনুভূতি বদলে দেয়। দূর পাল্লার বাসের গায়ে লিখা থাকে না যে, “সড়কপথে বিমানের ছোয়া” । অনেকটা তেমনি ভাবতে পারেন। উপস্থিত উত্তর (Instant Reply in-build) উরি বাবা!! কি সাংঘাতিক ব্যাপার। কেউ কোন কথা বললেই সাথে সাথে উত্তর দিয়ে দেয়। দেরি করা লাগে না। ![]() Instant Replay and Dual App- Xiaomi.jpg (284.58 KB, Downloads: 0) 2020-09-15 13:57:04 Upload গোপনীয়তায় শাওমি (App Lock in-build) নিজের ঘরের কথা যদি পরে জানে তাইলে ব্যপারটা কেমন হয়ে গেল না। তাই আ্যপ লকের মধ্য সব গোপনীয়তা বজায় রাখে শাওমি। অন্য কারো সাহায্য ছাড়াই। ডাবল ডাবল শাওমি (Dual App in-build) জী জী জী পাঠক ঠিক পড়েছেন। শাওমিতে সব আ্যপ ডাবল ডাবল করে ব্যবহার করতে পারবেন। ভালোবাসবেন একটা শাওমি আর মজা নিবেন ডাবল। হা হা হা। উদ্ধারকারী শাওমি (Trash Bin in-build) ভূল আমাদের সবারই হয়ে থাকে। আর ভুলগুলো মাঝে মাঝে এমন হয় যে এর সামাধান না করা পর্যন্ত নিস্তার নেই। পাঠক যেমন ধরুন ভূল করে আপনি কিছু ছবি ডিলিট করে দিয়েছেন যা খুব দরকার। আমার শাওমির এই অসাধারণ গুনের কথা না বলে পারছিনা। কোন ছবি যদি ভূল করে ডিলিট করে দিয়ে থাকেন তাহলে তা পরবর্তী ৩০ দিন পর্যন্ত ট্রাস বিনে থাকে। কি পাঠক হাফ ছেড়ে বাচলেন মনে হচ্ছে। ![]() Trash Bin and Second Space- Xiaomi.jpg (339.12 KB, Downloads: 0) 2020-09-15 13:57:44 Upload বিকল্প চরিত্রে শাওমি (Second Space in-build) জী ঠিকই পড়েছেন পাঠক। আমার শাওমি বিকল্প চরিত্রে যেতে পারে সময়ের প্রয়োজনে। মনে করুন আপনি আমার শাওমি তে ঢুকে গ্যালারি, বিভিন্ন আ্যপসে হাতা হাতি করবেন তা হবে না। সেকেন্ড স্পেস একটিভ করলে আমি আপনাকে যা দেখাতে চাই আপনি শুধু তাই দেখবেন। অনেকটা কম্পিউটারের আলদা আলাদা উইজারের মত। নমনীয় শাওমি (Dark Mode in-build) দিনের কর্কশ আলোতে যাই হোক না কেন, রাতের আদারে কিন্তু একটা নমনীয়তা আছে। আমার শাওমিও রাতের আঁধারের নমনীয়তা আচ্ছাদিত। ম্যানেজার শাওমি (Remote in-build) হ পাঠক ঠিক ধরছেন। ঘরের বিবি থেকে টিভি আর অফিসের এসি থকে শুরু করে ল্যাপটপ ও পিসি সব কন্ট্রোল করে আমার শাওমি। ![]() নিজস্বতায় শাওমি ( MIUI 12) অন্যের ঘর হলেও সেটাকে নিজের মত করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে অন্য এক ভূবন। আসবেন নাকি বেড়াতে। MIUI 12 এ পাঠক আপনাকে স্বাগতম। এবার বলুন তো একটা মানুষের আর কি চাই সে যদি স্বাভাবিক সব সুবিধা সহ এক শাওমির মাঝে নিত্যপ্রয়োজনীয় এতো কিছু পায়। পাঠিক আমি জানি না ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়। সোজাসাপটা কথার মানুষ আমি, শুধু ভালোবাসি তোমায় শাওমি। আমার শাওমির জন্মস্থান হল চীনে। বাবা মা ওখানেই থাকে। এই তো সেদিন শাওমির দশম জন্ম দিন উপলক্ষে আমাকে একটা গিফট পাঠালো। ![]() মি কমিউনিটি বাংলাদেশ হলো শাওমির মামা বাড়ি। চীনে এখনো যাইনি তবে মামা বাড়িতে আসা যাওয়া হয়। আমি তো এখন মি কমিউনিটি বাংলাদেশ পরিবারের আ্যপ রিভিউ টিমের একজন। শাওমির মামা বাড়ির মানুষগুলো খুব অমায়িক। মাঝে মাঝে সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে। আমি "More Power ForEveryone" প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ পেয়েছি। ![]() Mi Community Bangladesh 2nd Anniversary Wish.png (1.26 MB, Downloads: 0) 2020-09-15 14:07:48 Upload মি কমিউনিটি বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে (Mi Community Bangladesh 2nd Anniversary)সুন্দর একটি ভিডিও বানিয়ে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি। শাওমির কিছু মামাতো ভাই খালাতো বোনের সাথে আমার পরিচয় হয়েছে। এই যে এরা। ![]() এখন আমার চলার সাথী হল POCO X2 কারন শাওমি ছাড়া আর কে আমায় এত ভালোবাসা দিবে। ![]() এক বাক্যে, সাধারণ মানুষের নিত্যদিনের কাজের জন্য আমার শাওমি একাই একশ। #ILoveXiaomi |
Rate
-
Number of participants 1 Experience +20 Pack Reason