![]() আসসালামু আলাইকুম। অ্যাপ রিভিউ টীম এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি রিফাত। আজ আপনাদের এমন একটি গেম সম্পর্কে জানাবো যেটি বাংলাদেশ এর প্রথম ওপেন ওয়ার্ল্ড গেম। গেমটির নাম "আমার গ্রাম"। ![]() গেম এর গল্প: ধরুন আপনি কখনো গ্রামে যাননি/গিয়েছেন কিন্তু গ্রামের মানুষের জীবন ব্যবস্থা, তাদের ব্যবহারের জিনিস সম্পর্কে আপনার ভালো ধারণা নেই। হ্যাঁ গেম এর প্রধান চরিত্র একটা ছোট ছেলে যে এরকম। তাকে(আপনাকে) নির্দিষ্ট সময়ের ভিতর নির্দিষ্ট কিছু গ্রামীণ জিনিস খুঁজে বের করতে হবে। প্রতিবার ঐ নির্দিষ্ট জিনিসের কাছে গেলে আপনি ওটার সম্পর্কে বিস্তারিত ব্যবহার জানতে পারবেন। ![]() কন্ট্রোল: আগেই বলেছি এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম তাই আপনি যেখানে খুশি যেতে পারবেন। আপনার ফোনের ডান দিকের নিচের অংশে আপনার দিক ঠিক করার বাটন, আর বাম দিকের নিচের অংশে আপনার চলন(মুভমেন্ট) এর বাটন আছে। তাছাড়া লাফ দেওয়ার জন্য, কোনোকিছু তুলে নেওয়া(পিকআপ) এর জন্য আলাদা বাটন আছে। আমার একটা জিনিসই এখানে খারাপ লেগেছে যে pubg/COD এর মত আমি ফোনের যেকোনো জায়গা touch করলেই দৌড়াতে/দেখতে পারবো এরকম ছিল না যা খেলতে একটু অসুবিধা হচ্ছিলো। গ্রাফিক্স: ৬২ এমবি এর গেম থেকে আমরা কতটুকুই বা ভালো গ্রাফিক্স আশা করে থাকি? আমি ভেবেছিলাম যথেষ্ঠ খারাপ হবে। কিন্তু আমার নিরাশার গুড়ে বালি গেলো। এই প্রথম রিলিজ সত্বেও ৬২ এমবি গেমে আমি যথেষ্ট ভালো গ্রাফিক্স পেয়েছি। আশা করছি আরো আপডেট আসবে এবং গ্রাফিক্স সেকশন টা আরো স্মুথ আর hd হবে। ![]() সাউন্ড: এইখানে আমি একটু নিরাশ। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবসময় বাজতেই থাকে(খারাপ লাগেনা)। এর বাইরে তেমন গুরুত্বপূর্ণ/উল্লেখযোগ্য মিউজিক আমি পাইনি। আচ্ছা ছেড়ে দিই, ৬২ এমবি এর গেম বলে কথা। পরিশেষে বলতে গেলে গেম টা ভালই চ্যালেঞ্জিং ছিল। সময় যা থাকে তাতে খুবই দৌড়ানি দিতে হয় আর কি! আমরা যদি pubg/cod এর মত বিদেশি গেম থেকে বেরিয়ে একটু দেশীয় পণ্যের দিকে নজর করি এবং গ্রামীণ সমাজ সম্পর্কে জানতে আগ্রহী হই তবে অবশ্যই আপনাদের অনুরোধ করবো গেমটা একবার খেলে দেখেন। অ্যাপটি এখানে ডাউনলোড করুন আমাদের এডমিন mnnahid ভাই এবং সুপার মডারেটর rayhanh ভাইকে অশেষ ধন্যবাদ আমাকে সবসময় সহযোগিতা করা ও উৎসাহ দেওয়ার জন্য। আমার আগের কিছু থ্রেড:
✪ About Mi Community Bangladesh: Country's largest Tech Community Mi Community Bangladesh is the hanging out place for all the Bangladeshi Mi Fans. Here we share the latest news and happenings about Xiaomi in Bangladesh. All official product launch announcements, sales updates, event registrations, and other news and conversations related to Xiaomi Bangladesh are also published on this platform. More importantly, this is where we can interact with the like-minded Mi Fans like you! Download The Mi Community App |
In order to fulfill the basic functions of our service, the user hereby agrees to allow Xiaomi to collect, process and use personal information which shall include but not be limited to written threads, pictures, comments, replies in the Mi Community, and relevant data types listed in Xiaomi's Private Policy. By selecting "Agree", you agree to Xiaomi's Private Policy and Content Policy .
Agree