![]() হাই মি বন্ধুরা, আসসালামু ওয়ালাইকুম! মি কমিউনিটি বাংলাদেশ ফটোগ্রাফি টিম এর পক্ষ থেকে সবাইকে "বিশ্ব চা দিবস"এর শুভেচ্ছা। রাত হোক কিংবা দিন, সকালে ঘুম থেকে উঠে বা সন্ধ্যার আড্ডা বা সারাদিন কাজের ফাঁকে কারোর লেবু চা, কারোর লিকার চা, কারোর আবার চা কফি মেশানো চাফি। এই হল নিত্যদিনের জীবনে চায়ের জড়িয়ে থাকার গল্প। চা মানেই শুধু দার্জিলিং আসাম কিংবা কেরলা নয়। বিশ্বের অনেক দেশ চা উৎপাদনে বিখ্যাত। তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, কনিয়া। এসব দেশ একত্রিত হয়ে ঠিক করল একটা বিশ্ব চা দিবস রাখলে কেমন হয় চা প্রেমীদের জন্য! সেই থেকে ১৫ ডিসেম্বর দিনটি পালন করা হয় "বিশ্ব চা দি - বস " হিসেবে। নিচে আমার কিছু চা-গ্রাফি দিলাম যেগুলো আমার Redmi Note 9 ফোন দিয়ে বিভিন্ন সময়ে তোলা। আশাকরি সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক ছবিগুলো; ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ✪ মি কমিউনিটি বাংলাদেশ কী? শাওমির অফিসিয়াল ফোরাম মি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে মি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা মি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন। |
Rate
-
Number of participants 1 Experience +20 Pack Reason