![]() আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি মহান আল্লাহ্/সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছেন। অনেক সময় নানান প্রয়োজনে মোবাইল থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফারের প্রয়োজন পড়ে। বিরক্তিকর বিষয় হল, বার বার চার্জার থেকে ক্যাবল খোলার কারণে ক্যাবল টি খুব সহজে লুজ হয়ে যায়। আমার কাছে ২য় কোন ক্যাবল না থাকায় চিন্তা করি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? তখনি মাথায় আসে শাওমি এর দু’টি মাধ্যমের কথা যা দিয়ে আপনি শাওমি ছাড়াও যে কোন স্মার্টফোন ব্যবহার করে আলাদা ক্যাবলের ঝামেলা ছাড়াই ডেটা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে জেনে নিই। ➤ ডেটা ট্রান্সফার আপনি দু’টি মাধ্যমে করতে পারবেনঃ ১. FTP এর মাধ্যমে ২. Hotspot এর মাধ্যমে ১. FTP এর মাধ্যমেঃ ● এটির জন্য আপনার ডেক্সটপ/ল্যাপটপ টি WiFi অথবা ল্যান ক্যবলের মাধ্যমে রাউটারের সাথে কানেক্ট করতে হবে এবং আপনার স্মার্টফোন টি ও একই রাউটারের সাথে কানেক্ট হতে হবে অথবা এমন ডিভাইস যা ঐ রাউটারের সাথে কানেক্ট আছে তাতেই আপনি চাইলে ফাইল ট্রান্সফার করতে পারেন। ● এবার আপনার স্মার্টফোনে ShareMe অথবা Mi File Manager ডাউনলোড করুন। শাওমি এর স্মার্টফোন হলে ডিফল্ট ভাবেই ইন্সটল থাকবে। Mi File Manager ওপেন করে বাম কোনাতে থাকা ৩ টি দাগে ট্যাপ করে দেখতে পাবেন FTP নামে একটি অপশন রয়েছে। ● সেখানে ঢুকে Start এ ক্লিক করুন। নেটওয়ার্ক বিষয়ে দক্ষ হলে সেটিংস থেকে আপনার মত মডিফাই করে নিতে পারেন। ● যদি ShareMe এর মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে ShareMe ওপেন করে বাম কোনে থাকা ৩ ট দাগে ক্লিক করে Connect to computer অপশন সিলেক্ট করুন। এবার চাইলে আপনি সেটিংস থেকে কাস্টমাইজেশন করতে পারেন। রিকমান্ডেড থাকবে না করার। এবার Start অপশন সিলেক্ট করে দিন। ● এই অপশন টি ২ টি অ্যাপে একই রকমের আসবে। কানেশন টাইপ চাইলে আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অথবা কোন সিকিউরিটি ছাড়াও সামনে এগোতে পারেন। ● এবার আপনার ডিভাইসে একটি অ্যাড্রেস দেখাবে। যেটি আপনার ল্যাপটপ/ডেক্সটপ/অন্য ফোন এর ব্রাউজারে টাইপ করে ফোনের ইন্টারর্নাল স্টোরেজের ফাইল গুলো দেখতে পারেন। তবে রিকমান্ডেড থাকবে ডেক্সটপ বা ল্যাপটপের অ্যাড্রেস বারে টাইপ করার জন্য। এতে করে আপনি আপনার ডিভাইসের ইন্টার্নাল স্টোরেজ দেখতে পারবেন যেমনি ভাবে ক্যাবেলের মাধ্যমে ফোন কানেক্ট করলে ফাইল গুলো দেখতে পারেন। ● অ্যাড্রেস বার থেকে ঢোকার সুবিধা, আপনি যদি সেখান থেকে কোন ফাইল ডিলিট করেন তাহলে সেটি আপনার স্মার্টফোন থেকেও ডিলিট হয়ে যাবে। ![]() ২. Hotspot এর মাধ্যমেঃ ● এটির জন্য ShareMe ওপেন করে বাম পাশের কোনাতে থাকা ৩ টি দাগে ক্লিক করে Webshare অপশন টি সিলেক্ট করতে হবে। এরপর Share সিলেক্ট করে যে ফাইল গুলো শেয়ার করবে সেগুলো মার্কিং করে Send দিন এবং Next এ ক্লিক করুন। ● এবার আপনার কম্পিউটার/অন্য মোবাইলের WiFi চালু করে স্ক্যান দিন এবং শেয়ারকৃত ডিভাইসে দেখানো নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কানেক্ট করে নিন। আপনি চাইলে ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে স্ক্যান ও করে নিতে পারেন। ● এখন ব্রাউজারে গিয়ে শেয়ারকৃত মোবাইল থেকে পাওয়া আইপি অ্যাড্রেস টি বসিয়ে এন্টার করুন। এবার সেখানে দেখতে পাবেন শেয়ার করা ফাইল গুলো। সেগুলো ডাউনলোড করে ফেলুন। ![]() নোটঃ পাব্লিক প্লেসে নিরাপত্তার জন্য চাইলে এনক্রিপ্ট মেথড ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কানেক্ট করতে একটু বেশি সময় লাগতে পারে। দ্রুত ট্রান্সফারের জন্য 5GHz ওয়াইফাই ব্যবহার করতে পারেন। এতে করে প্রায় 11-13+ MBps স্পিডে ফাইল ট্রান্সফার হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাডমিন mnnahid ভাইকে এবং সকল মড ও সুপার মডদের। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সুপার মড rayhanh ভাইকে সকল সময় পাশে থেকে সাপোর্ট প্রদান এবং গাইডের জন্য। ➤ মি কমিউনিটি বাংলাদেশ কী? মি কমিউনিটি বাংলাদেশ হলো শাওমি দ্বারা পরিচালিত একটি টেক কমিউনিটি। যেখানে আপনি শাওমি ফোনের যে কোন সমস্যা, টিপস, প্রশ্ন এগুলো শেয়ার করতে পারবেন। তাছাড়া শাওমি ডিভাইস দিয়ে তোলা সুন্দর ছবি, মি ইউ আই থীম সহ অনেক কিছুই শেয়ার করতে পারবেন। এখানে কন্ট্রিবিউট করে ভবিষ্যতে শাওমির কোন প্রোগ্রামে আসার সুযোগ সহ আমাদের একজন ও হতে পারবেন। এ ছাড়া বিভিন্ন মজার গেমসে যোগ দেওয়ার মাধ্যমে পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। |
Rate
-
Number of participants 1 Experience +10 Pack Reason