![]() আসসালামুআলাইকুম। সকলকে মি কমিউনিটি ফটোগ্রাফি টীম এর পক্ষ্য থেকে উষ্ণ শুভেচ্ছা।আশা করি সবাই ভালো আছেন। শিশির শিক্ত সকালে শিউলী না থাকলে সকাল টা অসম্পূর্ন মনে হয়। এই ফুল কে নাইট কুইন ও বলা হয়ে থাকে। সকালে অসংখ্য ঝরা শুউলীতে গাছ প্রাঙ্গণ সাদা হয়ে যায়।চারিদিকে ফুলের ঘ্রানে মো মো করতে থাকে। শিশির শিক্ত ঘাসে ঝরা শিউলীর উপর মুক্তোর মত শিশির কণার মনোমুগ্ধকর দৃশ্য উপেক্ষা করা অসম্ভব। তাই আমিও সে দৃশ্য উপেক্ষা করতে না পেরে ক্যামেরা বন্দি করে নিলাম। আজ সেই ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের ভালো লাগবে। শিউলী সম্পর্কে কিছু তথ্যঃ শিউলী ফুলের বৈজ্ঞানিক নাম Nycatanthesis Arbor-tristis . লাটিন ভাষার Nycatanthesis এর বাংলা অর্থ রাতে ফোঁটা। আর Arbor-Tresists অর্থ হিচ্ছে "বিষন্ন বৃক্ষ"। সাধারনত এ ফুল সন্ধ্যায় ফোঁটা আর সকালে ঝরা ফুলের মাঝে বিষন্নতার প্রকাশ পাওয়া এরকম নামকরনের কারণ বলে ধরা হয়। নাম বিষন্নের হলেও এ গাছ অনেক উপকারী। Immunostimulant, Hepatoprotective , Antileishmanial, Antiviral, এবং Antifungal ঔষধ গুলো তৈরি করতে শিউলীর বীজ ,পাতা ও ফুল ব্যবহার করা হয়।এর পাতা Sciatica, Arthistis, Fever সহ নানারকম যন্ত্রনাদায়ক সমস্যার চিকিৎসার জন্য বড়ির মত করে তৈরি করে আয়ুর্বেদিক ঔষধ হিসেবে তৈরি করা হয়। এছাড়া মাথার খুসকি দূর করতে শিউলীর বীজ বেশ উপকারী। এই ফুলের বোঁটা গুলো শুকিয়ে গুঁড়ো করে ফুড কালার হিসেবেও ব্যবহার করা হয়।শিউলী সম্পর্কে ত অনেক জানা হলো। চলুন তাহলে এর কিছু ছবি দেখে আসি। ছবি গুলো তোলা হয়েছিল Xiaomi Redmi Note 6 Pro এর ক্যামেরায়। ![]() বুকের ভিতর শিউলী ফুটুক পাতা ঝরার মরশুম এ সাদা কালোর এই দুনিয়াতে, রামধনু রাঙিয়ে। ![]() শিশির ভেজা ফুল ঝরেছে শিউলী গাছের তলে কে কে যাবি ফুল কুঁড়াতে আয় ছুটে দলবলে ফুল কুঁড়াব থলে ভরে গাঁথবো গলার মালা চুলের খোঁপায় রাখব গুঁজে করব হাতের বালা ![]() সে যে ঐ শিউলীদলে ছড়াল কাননতলে, সে যে ঐ ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে॥ ![]() শিউলী ফুল, শিউলী ফুল, কেমন ভুল, এমন ভুল রাতের বায় কোন্ মায়ায় নিল হায় বনছায়ায় ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল -রবিন্দ্রনাথ ঠাকুর ![]() লাগিল জাফরানি রং শিউলী ফুলে - কাজী নজরুল ইসলাম। ![]() শিউলীর ডালে কুঁড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা থ্রেডটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্রেডটি সম্পর্কে যে কোন মতামত কমেন্টে জানাতে পারেন। মি কমিউনিটি বাংলাদেশ এর সাথেই থাকুন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডমিন mnnahid ভাইয়া , সুপার মোডারেটর Shahed ভাইয়া ও সুপারড মোডারেটর rayhanh ভাইয়া কে তাদের উৎসাহ এবং অনুপ্রেরনার জন্য। এবং অনেক অনেক ধন্যবাদ AHTuhin ভাইয়া কে ব্যানার বানিয়ে সাহায্য করার জন্য।
✪ মি কমিউনিটি বাংলাদেশ কী? শাওমির অফিসিয়াল ফোরাম মি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে মি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা মি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন। |
Rate
-
Number of participants 1 Experience +10 Pack Reason