![]() ছোটদের বাংলা শেখা-Bangla Kids Learning App.jpg (615.51 KB, Downloads: 2) 2020-11-20 19:51:38 Upload প্রিয় শাওমি লাভারস, আসসালামু ওয়ালাইকুম। আশাকরি পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি গত মাসে Read Along: Learn to Read with Google নামে একটা app রিভিউ করি যা আপনাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় আজ আরোও একটি শিশুতোষ শিক্ষামূলক app রিভিউ করার জন্য হাজির হয়েছি। ![]() আমি আজ যে app টির রিভিউ করতে যাচ্ছি তার নাম "ছোটদের বাংলা শেখা- Bangla Kids Learning App". এটি শিশুদের বর্ণমালা হাতেখড়ি দেওয়ার ও বাংলা শেখার একটি অনন্য অ্যাপলিকেশন। ছোটদের লেখাপড়ার কথা ভেবেই তাদের জন্য উপযোগী করে অ্যাপটি বানানো হয়ছে। App টিতে এত feature রয়েছে যে বলে শেষ করা যাবে না। তবুও বোঝার সুবিধার্থে কিছু feature তুলে ধরছি।
সব শেষে এটা বলাই যায় যে, ছোটদের শিক্ষামূলক এমন কিছু নেই যা এই app টিতে পাবেন না৷ তো আর দেড়ি কেনো? চলুন গুরুত্বপূর্ণ app টি এবার ডাউনলোড করে নেওয়া যাক। App টি Play Store থেকে Download করতে নিচের Icon এ ক্লিক করুন। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় Admin- mnnahid ভাই ও Super Moderator- rayhanh ভাই এবং Moderator- aalakib07 ভাইকে যাদের নির্দেশনা, সহায়তা আমাদেরকে সর্বদা উৎসাহিত করে। ✪ মি কমিউনিটি বাংলাদেশ কী? শাওমির অফিসিয়াল ফোরাম মি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে মি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা মি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন। |
Rate
-
Number of participants 1 Experience +10 Pack Reason